Bela Education Group
Bela Institute of Rehabilitation Health Science

সৃষ্টিশীল, দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী দেশের জন্য সম্পদ। এরূপ সৃষ্টিশীল মানুষের অদম্য সাধনা আর প্রয়াসের মধ্য দিয়ে প্রতিটি মূহুর্তে নতুন নতুন উদ্ভাবন আর প্রযুক্তিগত উন্নয়নে সমৃদ্ধ হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান। রিহ্যাবিলিটেশন হেলথ সার্ভিস বা পুনর্বাসন স্বাস্থ্যসেবা এমনই এক অন্যতম চিকিৎসা পদ্ধতি হিসেবে সারা বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পিছিয়ে নেই বাংলাদেশও ইতমধ্যে ১০ জাতীয় সংসদের ২৩ তম অধীবেশনে মহান সংসদে “বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮” পাশ করা হয়। মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষ্যে বিশ্বমানের পেশাভিত্তিক দক্ষ জনশক্তি সৃষ্টি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মত রিহ্যাবিলিটেশন হেলথ সার্ভিস পৌঁছে দেয়ার লক্ষ্যে চাই দক্ষ, উপযুক্ত ও পেশা ভিত্তিক জ্ঞান সম্পন্ন জনশক্তি। বর্তমানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে বাংলাদেশের বিভিন্ন জেলায় ২০৪ টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পরও দক্ষ জনশক্তির অভাবে সৃষ্ট শূন্যপদে লোকবল না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবার মান।  এরই ধারাবাহিকতাকে সামনে রেখে “বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮” অধীনে ১৮ মাস মেয়াদী কমিউনিটি থেরাপি সহকারীর কোর্সকে অর্ন্তভূত করা হয়েছে। কমিউনিটি থেরাপি সহকারীগণ এই কোর্স সম্পন্ন করার মধ্য দিয়ে সৃষ্ট শূন্যপদে নিয়োগের মধ্য দিয়ে কমিউনিটি থেরাপি সার্ভিসকে নিশ্চিত করনে অগ্রণী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সরকারের পাশাপাশি বে-সরকারীভাবে কমিউনিটি পর্যায়ে রিহ্যাবিলিটেশন হেলথ্ সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে ও বিশ্ব মানের পেশা ভিত্তিক জনশক্তি   সৃষ্টির মধ্য দিয়ে পুনর্বাসন স্বাস্থ্য সেবাকে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে... 
বেলা ইনস্টিটিউট অব রিহ্যাব-হেলথ্ সায়েন্স (বিআইআরএস)।
 
কোর্সের উদ্দেশ্য
  • পুনর্বাসন স্বাস্থ্যসেবায় দক্ষ ও পেশাদার মানবসম্পদ সৃষ্টি করা
  • প্রশিক্ষণার্থীগণকে চাকুরী উপযোগী করে গড়ে তোলা
  • প্রতিবন্ধিতা প্রতিরোধকল্পে জনসচেতনতা বৃদ্ধি করা।
আমাদের কোর্স সমূহ: 
  • ফিজিওথেরাপি এ্যাসিসটেন্ট (পিটিএ) কোর্স 
  • অকুপেশনাল থেরাপি এ্যাসিসটেন্ট (ওটিএ) কোর্স
  • স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি এ্যাসিসটেন্ট (এসএলটিএ) কোর্স

 

যাদের জন্য এই কোর্স
  • ১৬ থেকে ৩০ বছর বয়সী নারী ও পুরুষ
  • পুনর্বাসন স্বাস্থ্য পেশায় ক্যারিয়ার গঠনে আগ্রহী ও  সেবার মানসিকতা সম্পন্ন।
 
শিক্ষাগত যোগ্যতাঃ
  • ন্যুনতম এসএসসি/সমমান (যে কোন বিভাগ হতে)
  • জিপিএ- নূন্যতম: ২.০০ (বিজ্ঞান শাখার ছাত্র/ছাত্রীদের অগ্রাধীকার)
 
কোর্সের মেয়াদঃ
  • ১৮ মাস (৩ সেমিস্টার) 
  • একাডেমিক - ১২ (বার) মাস
  • প্র্যাকটিক্যাল ও ইণ্টারর্ণশীপ- ৬ (ছয়) মাস
 
ভর্তি ও অন্যান্য তথ্যাবলী
নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে ভর্তি ফরম জমা দিতে হবে। 
সদ্যতোলা ৪ কপি রঙিন ছবি
এসএসসি পাশের সনদ, নম্বরপত্র ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে ভিত্তিতে নিদিষ্ট সংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে। 
 
শিক্ষন প্রক্রিয়া: 
লেকচার মের্থড।
বড় ও ছোট আকারের গ্রæপ স্ট্যার্ডি মের্থড।
প্র্যাক্টিক্যাল সেশন।
মাঠ পর্যায়ে প্রশিক্ষন। 
 
চাকুরীর সুযোগ সুবিধা-
সারাদেশে পুনর্বাসন স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নিকটে পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতিটি জেলায় আমাদের নিজস্ব রিহ্যাবিলিটেশন সেন্টারে শতভাগ চাকুরীর নিশ্চয়তা। 
সরকারী, বেসরকারী ও এনজিও ভিত্তিক বিভিন্ন হাসপাতাল ও পুনবার্সন স্বাস্থ্য কেন্দ্রে সহকারী ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করার সুযোগ। 
দেশ ও বিদেশের বিভিন্ন প্রাইভেট সেক্টরে অত্যাধুনিক হাসপাতালে কাজের সুযোগ। 
 
বি:দ্র: প্রতিষ্ঠান কর্তৃক মধ্যপ্রাচ্য ও উপমহাদেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও রিহ্যাবিটিশেন সেন্টারে চাকুরী সহ ঐ সকল দেশে দক্ষ জনশক্তি হিসাবে কাজ করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।

 

ভর্তি ও সেমিস্টার ফিঃ
(সকল কোর্সের জন্য প্রযোজ্য) (১,০০,০০০/- এক লক্ষ টাকা)
ভর্তি ফি - ২৫০০০/-
১ম সেমিস্টার ফি - ২৫,০০০/-
২য় সেমিস্টার ফি - ২৫,০০০/-
৩য় সেমিস্টার ফি - ২৫,০০০/-
(ভর্তি হওয়ার পর সেমিষ্টার ফি আলোচনা সাপেক্ষে মাসিক কিস্তিতে প্রদান করার সুয়োগ)

 Certificate will provided by: Bela Health & Education Foundation

বিস্তারিত তথ্যে জন্য প্রতিষ্ঠান ভিজিট করুন অথবা কল করতে পারেন:

০১৩২১২১৩১৯০, ০১৩২১২১৩১৯১

 

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 14 Sep, 2024 01:14 PM
©EduTech-SoftwarePlanet