একটি শিশু-একটি কুঁড়ি যাতে লুকায়িত থাকে প্রস্ফুটিত পুষ্পের অনাবলি সম্ভাবনা। কখনও এই সম্ভাবনা কুঁড়িতেই বিনষ্ট হয়, আবার কখনও সাবা জীবন ধরে আটকা পড়ে থাকে প্রত্যাশার জালে। মমতাময়ী বাবা-মার স্বপ্ন আর প্রত্যাশার স্রোত যেন বইতেই থাকে। কিন্তু হায়! যখন এই বয়সের অন্য শিশুগুলো প্রাণোচ্ছলতা আর আনন্দে মাতিয়ে তোলে চারিদিক, ঠিক তখনই যেন পাথরচাপা কষ্ট মুখ থুবড়ে পড়ে, সেই মমতাময় বাবা-মা। হ্যাঁ এভাবেই শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশুরা ধীরে ধীরে পারিবারিক ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত তথা সমাজের বোঝা হিসেবে পরিগণিত হতে থাকে। কিন্তু এরাও উপযুক্ত পরিবেশ স্নেহ, মায়া-মমতা আর আন্তরিক ভালোবাসা পেলে সমাজের বোঝা নয় বরং মানব সম্পদে পরিণত হয়ে আলোকিত করতে পারে চারপাশ। তাই, এ সকল প্রতিবন্ধী শিশুদের সব্বোর্চ িশারিরীক ও মানসিক বিকাশ নিশ্চিত করে উপযোগী পরিবেশ প্রদানের মধ্যদিয়ে সমাজে যথা সম্ভব স্ব-নির্ভর করে তোলার জন্য আমাদের এই প্রয়াস- জোছনার আলো।
লক্ষ্য:
বাংলাদেশের সকল ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনমানের উন্নয়ন ও স্বার্থ রক্ষা।
উদ্দেশ্য:
বাংলাদেশের সরকারের পাশাপাশি বেসরকারীভাবে জাতীয় ও আর্ন্তাজাতিক পর্যায়ে সকল ধরনের প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান কুসংস্কার দূরীকরণ, সমমর্যাদা, অধিকার, পূর্ণ অংশগ্রহন ও ঝুঁকি নিরুপন করে সঠিক চিকিৎসা ও শিক্ষা সেবা সার্বজনীন করার মধ্য দিয়ে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও আইন শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধন করা।
ঠিকানা:
২৬/এ, মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
মোবা: ০১৩২১২১৩১৮০