Bela Education Group
Josnar Alo

একটি শিশু-একটি কুঁড়ি যাতে লুকায়িত থাকে প্রস্ফুটিত পুষ্পের অনাবলি সম্ভাবনা। কখনও এই সম্ভাবনা কুঁড়িতেই বিনষ্ট হয়, আবার কখনও সাবা জীবন ধরে আটকা পড়ে থাকে প্রত্যাশার জালে। মমতাময়ী বাবা-মার স্বপ্ন আর প্রত্যাশার স্রোত যেন বইতেই থাকে। কিন্তু হায়! যখন এই বয়সের অন্য শিশুগুলো প্রাণোচ্ছলতা আর আনন্দে মাতিয়ে তোলে চারিদিক, ঠিক তখনই যেন পাথরচাপা কষ্ট মুখ থুবড়ে পড়ে, সেই মমতাময় বাবা-মা। হ্যাঁ এভাবেই শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশুরা ধীরে ধীরে পারিবারিক ও সামাজিক অধিকার  থেকে বঞ্চিত তথা সমাজের বোঝা হিসেবে পরিগণিত হতে থাকে। কিন্তু এরাও উপযুক্ত পরিবেশ স্নেহ, মায়া-মমতা আর আন্তরিক ভালোবাসা পেলে সমাজের বোঝা নয় বরং মানব সম্পদে পরিণত হয়ে আলোকিত করতে পারে চারপাশ। তাই, এ সকল প্রতিবন্ধী শিশুদের সব্বোর্চ িশারিরীক ও মানসিক বিকাশ নিশ্চিত করে উপযোগী পরিবেশ প্রদানের মধ্যদিয়ে সমাজে যথা সম্ভব স্ব-নির্ভর করে তোলার জন্য আমাদের এই প্রয়াস- জোছনার আলো।  

লক্ষ্য:

বাংলাদেশের সকল ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনমানের উন্নয়ন ও স্বার্থ রক্ষা।

উদ্দেশ্য:

বাংলাদেশের সরকারের পাশাপাশি বেসরকারীভাবে জাতীয় ও আর্ন্তাজাতিক পর্যায়ে সকল ধরনের প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান কুসংস্কার দূরীকরণ, সমমর্যাদা, অধিকার, পূর্ণ অংশগ্রহন ও ঝুঁকি নিরুপন করে সঠিক চিকিৎসা ও শিক্ষা সেবা সার্বজনীন করার মধ্য দিয়ে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও আইন শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধন করা।

 
আমাদের বৈশিষ্ট্য: 
০১. দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট ও স্পিচ থেরাপিস্টদের সার্বক্ষনিক উপস্থিতি।
০২. শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পুষ্টিবিদ, শিশু বিশেষজ্ঞ ও সাইকোলজিস্ট। 
০৩. শ্রেণীভিত্তিক উপযুক্ত কারিকুলাম।  
০৪. দক্ষ শিক্ষক/শিক্ষিকা ও সহকারী।
০৫. বয়স এবং বিষয়বস্তু উপযুক্ত, নিরাপদ, আকষর্ণীয় এবং রঙিন শিক্ষার উপকরন। 
০৬. নিয়মিত এ্যাসেসমেন্ট অনুযায়ী শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম।
০৭. প্রশস্ত শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ এবং নিরাপদ পরিবেশ। 
০৮. নিরাপদ পানি, টয়লেট সুবিধা সহ অগ্নির্নিবাপক ব্যবস্থা। 
০৯. সাপ্তাহিক অভিভাবক কাউন্সিলিং।
১০. শিক্ষক:শিক্ষার্থীর অনুপাত ১:৩, শিক্ষার্থী:সহকারীর অনুপাত ২:১
 
ভর্তি কার্যক্রম প্রক্রিয়া: 
১. সীমিত সংখ্যক আসনে ভর্তি কার্যক্রম। 
২. ‘First come first serve’ পদ্ধতিতে ভর্তি। 
৩. বিনামূল্যে প্রাথমিক স্ক্রিনিং প্রক্রিয়া সম্পন্ন করনের মধ্য দিয়ে শিশুর যোগত্যা, চাহিদা ও বয়স অনুয়াযী উপযুক্ত শেণ্রীতে ভর্তি। 
৪. শিক্ষার্থীর পূর্বে সকল শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত কাগজ-পত্র জমাদান।
৫. ভর্তি ফরম সংগ্রহ। 
৬. শিশুর ৪ কপি রঙিন ছবি ও জন্মনিবন্ধন এর ফটোকপি জমাদান। 
৭. অভিভাবকের ৪ কপি রঙিন ছবি ও জাতীয় পরিপত্র জমাদান। 
 
যাদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম
১. অটিজম
২. বুদ্ধি প্রতিবন্ধী
৩. ডাউন সিনড্রোম
৪. সেরিব্রাল পালসি

 

ঠিকানা: 

২৬/এ, মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

মোবা: ০১৩২১২১৩১৮০

 

 

 

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 31 Mar, 2025 05:17 PM
©EduTech-SoftwarePlanet