Bela Education Group
Bela Nursing College

 

(গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক নিবন্ধিত ও ঢাকা বিশ্ব বিদ্যালয় অধিভুক্ত)

সৃষ্টিশীল, দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী দেশের জন্য সম্পদ। এমন মানুষদের অদম্য সাধনা আর প্রয়াসের মধ্য দিয়ে নতুন উদ্ভাবন আর প্রযুক্তিগত উন্নয়নে সমৃদ্ধ হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান। চিকিৎখাতের এই অসামান্য উৎকর্ষের অন্যতম নিয়ামক হচ্ছে নার্সিং পেশা। দক্ষ নার্স ব্যতিরেকে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের সফলতা অকল্পনীয়। তাই এই পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রয়োজন মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান। সে লক্ষেই রাজধানী অদূরে ময়মনসিংহের ত্রিশালে সবুজে ঘেরা পরিবেশে গড়ে উঠেছে বেলা নার্সিং কলেজ।

 

চলমান কোর্স সমূহ: 

  • ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
  • ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
  • ২ বছর মেয়াদী পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং
  • ৪ বছর মেয়াদী বেসিক বিএসসি ইন নার্সিং। 

 

আমাদের বৈশিষ্ট্য: 
মানোরম পরিবেশ বেষ্টিত নিজস্ব ক্যাম্পাস। 
আর্ন্তজাতিক মানসম্পন্ন বিষয় ভিত্তিক অত্যাধুনিক ল্যাবরেটরি সুবধিা। 
মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম ও অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাসহ সুসজ্জিত সুপরিসর ক্লাস রুম ও লেকচার গ্যালারী। 
অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষিত ফ্যাকালটি। 
আর্ন্তজাতিক মানসম্পন্ন  ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ। 
ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক আবাসিক হোস্টেল ব্যবস্থা। 
প্রতিষ্ঠানের নিজস্ব ক্যান্টিন সুবিধা। 
অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও পর্যাপ্ত বই সম্বলিত লাইব্রেরী সুবিধা। 
উচ্চতর শিক্ষা গ্রহনের  (দেশে ও দেশের বাহির) জন্য বিনামূল্যে পরামর্শ প্রদান।
দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে (৫%) ভর্তির সুযোগ। 
বিনামূল্যে কমিউনিকেটিভ ইংলিশ কোর্স 
বিনামূল্যে আইসিটি ট্রেনিং কোর্স।  
পাস করার পর চাকুরি জন্য সার্বিক সহযোগিতা প্রদান। 

 

ভর্তির যোগ্যতা: 
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 
যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ (Grade Point Average) ৬.০০ থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় জিপিএ (Grade Point Average) ২.৫ এর কম হবে না। 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর কর্তৃক গৃহীত নার্সিং কোর্সের লিখিত পরীক্ষায় উর্ত্তীণ (নূন্যতম ৪০ বা তদুর্ধ নম্বর প্রাপ্ত) ছাত্র/ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে। 

 

ভর্তি তথ্য অফিস ১: ৪৫ নাভানা টাওয়ার, লেভেল ২১, ফ্ল্যাট-বি, গুলশান ১, ঢাকা ১২১২।

মোবা: ০১৩২১২১৩১৭৫

ভর্তি তথ্য অফিস ২: ২৬/এ, মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

মোবা: ০১৩২১২১৩১৮০

ক্যাম্পাস: অধ্যাপক মফিজ উদ্দিন সড়ক, মঠবাড়ী, ত্রিশাল, ময়মনসিংহ।

মোবা: ০১৩২১২১৩১৯০

বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠান ভিজিট করুন অথবা কল করুন: 

০১৩২১২১৩১৯০, ০১৩২১২১৩১৯৫

 

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 14 Sep, 2024 02:01 PM
©EduTech-SoftwarePlanet