(ঢাকা বিশ্ব বিদ্যালয় অধিভুক্ত ও চিকিৎসা অনুষদের অধীন)
সৃষ্টিশীল, দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী দেশের জন্য সম্পদ। এমন মানুষদের অদম্য সাধনা আর প্রয়াসের মধ্য দিয়ে নতুন উদ্ভাবন আর প্রযুক্তিগত উন্নয়নে সমৃদ্ধ হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান। চিকিৎখাতের এই অসামান্য উৎকর্ষের অন্যতম নিয়ামক হচ্ছে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন স্বাস্থ্য সেবা। পুনর্বাসন স্বাস্থ্য ব্যতিরেকে চিকিৎসা বিজ্ঞানের সফলতা অকল্পনীয়। তাই সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় রিহ্যাবিলিটেশন পেশাজীবিদের ক্রমবর্ধমান চাহিদা ও স্বল্পতা বিবেচনায় দক্ষ ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট ও স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট সৃষ্টির লক্ষেই গড়ে উঠেছে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস।
চলমান কোর্স সমূহ:
- ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি
- ব্যাচেলর অব সায়েন্স ইন অকুপেশনাল থেরাপি
- ব্যাচেলর অব সায়েন্স ইন স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি।
কোর্সের মেয়াদ: ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ ৫ বছর মেয়াদী কোর্স
আমাদের বৈশিষ্ট্য:
শান্ত ও মানোরম পরিবেশ বেষ্টিত নিজস্ব ক্যাম্পাস।
আর্ন্তজাতিক মানসম্পন্ন বিষয় ভিত্তিক অত্যাধুনিক ল্যাবরেটরি সুবধিা।
মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম ও অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাসহ সুসজ্জিত সুপরিসর ক্লাস রুম ও লেকচার গ্যালারী।
অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষিত ফ্যাকালটি।
আর্ন্তজাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ।
ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক আবাসিক হোস্টেল ব্যবস্থা।
প্রতিষ্ঠানের নিজস্ব ক্যান্টিন সুবিধা।
অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও পর্যাপ্ত বই সম্বলিত লাইব্রেরী সুবিধা।
উচ্চতর শিক্ষা গ্রহনের (দেশে ও দেশের বাহির) জন্য বিনামূল্যে পরামর্শ প্রদান।
দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে (৫%) ভর্তির সুযোগ।
বিনামূল্যে কমিউনিকেটিভ ইংলিশ কোর্স
বিনামূল্যে আইসিটি ট্রেনিং কোর্স।
পাস করার পর চাকুরি জন্য সার্বিক সহযোগিতা প্রদান।
হাতে কলমে প্রশিক্ষণের জন্য রয়েছে নিজস্ব রিহ্যাবিলিটেশন হাসপাতাল।
ভর্তির যোগ্যতা:
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
জীব বিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন বিদ্যা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম জিপিএ ৮.০০
এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথক ভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
আবেদনকারীকে ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় এবং ২০২১ অথবা
২০২২ সালে উচ্ছ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে।
ভর্তি তথ্য অফিস ১: ৪৫ নাভানা টাওয়ার, লেভেল ২১, ফ্ল্যাট-বি, গুলশান ১, ঢাকা ১২১২।
মোবা: ০১৩২১২১৩১৭৫
ভর্তি তথ্য অফিস ২: অধ্যাপক মফিজ উদ্দিন সড়ক, মঠবাড়ী, ত্রিশাল, ময়মনসিংহ।
মোবা: ০১৩২১২১৩১৯০
ক্যাম্পাস: ২৬/এ, মাসকান্দা (নতুন বাজার), ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
মোবা: ০১৩২১২১৩১৭৭
বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠান ভিজিট করুন অথবা কল করুন:
০১৩২১২১৩১৭৭, ০১৩২১২১৩১৭৮